করোনা পরিস্থিতিতে দুই মাস ১০ দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারো পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে বন্দরে।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পামানা পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েকদফা চিঠি আদান-প্রদানের পর বৃহস্পতিবার থেকে আমদানি রপ্তানি শুরু হয়। প্রথমদিন ভুট্টা ও পিয়াজসহ আমদানি পণ্যবাহী বেশ কিছু ট্রাক প্রবেশ করেছে। তবে পুরোদমে আমদানি শুরু হতে আরো কয়েকদিন সময় লাগবে। ২৫ মার্চ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এপ্রিল মাসে একবার বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তারি চেষ্টা করা হলেও সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন