নিখোঁজের তিনদিন পর চুয়াডাঙ্গার জীবননগরের একটি পুকুর থেকে মো. সোহাগ (২০) নামে বাকপ্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের বেলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে একই এলাকার মিনারুল ইসলামের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে সাগর কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গ্রামের একটি পুকুরে সোহাগের লাশ দেখতে পায়।
বিডি প্রতিদিন/আল আমীন