৪ জুন, ২০২০ ১৯:২৪

উলিপুরে নৈশকোচের ধাক্কায় ৬ জন আহত

কুড়িগ্রাম প্রতিনিধি:

উলিপুরে নৈশকোচের ধাক্কায় ৬ জন আহত

কুড়িগ্রামের উলিপুরে নৈশকোচের ধাক্কায় অটোরিক্সার ৬ যাত্রী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হ্যালিপ্যাড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে আসা একটি কোচ যাত্রীসহ উলিপুরে আসার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হ্যালিপ্যাড নামক স্থানে রাস্তার পাশে থাকা যাত্রী বোঝাই অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিক্সার ৬ যাত্রী গুরুতর আহন হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় ওই পরিবহনের ড্রাইভার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তম্মধ্যে আব্দুল হামিদ নামে একজনকে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম সদর হাতপাতালে প্রেরন করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়িটি আটক করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর