৪ জুন, ২০২০ ১৯:৩০

ফরিদপুরে কোয়ারেন্টাইনে না থাকায় করোনা রোগীকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কোয়ারেন্টাইনে না থাকায় করোনা রোগীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে এক করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে আসায় তাকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌর এলাকার দক্ষিণ কামারগ্রামস্থ রবিউল ইসলাম নামের এক ব্যক্তির করোনা ধরা পড়ে ২৫ মে। ওইদিন তার বাড়িটি লকডাউন করে তাকে আইসোলেসনে রাখে উপজেলা প্রশাসন। ৪ জুন বৃহস্পতিবার দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করতে গেলে রবিউল ইসলামকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় তিনি বাইরে ঘুরতে যান। আইন অমান্য করায় রবিউলকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর