ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে দিনাজপুরের খানসামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রদান করা হয়।
এসময় খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমুল হক, সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, আরডিও কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার