ব্যবসার টাকার হিসাব চাওয়ায় নিজ পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে ফরিদ (২০) নামে এক যুবক। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রবিবার সন্ধ্যায় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ ওই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান জানান, সম্প্রতি কাঁঠালের ব্যবসা করার জন্য ফরিদ তার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। কিন্তু ওই ব্যবসায় তার লোকসান হয়। রবিবার দুপুরে ওই টাকার হিসাব চান তার বাবা। এ নিয়ে ফরিদের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাবা-মা’র সামনেই ফরিদ তার পেটের ডান পাশে ছুরি ঢুকিয়ে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফরিদ মৃগী রোগী ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন