৪ জুলাই, ২০২০ ১৫:৩০

গাজীপুরে প্রাইভেটকার ধাক্কায় নারী শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্রাইভেটকার ধাক্কায় নারী শ্রমিক নিহত

প্রতীকী ছবি

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় সান্তনা রানী (৩০) নামে এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। এসময় অপর দুই নারী আহত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সান্তনা রানী বর্মন টাঙ্গাইলের মধুপুর থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মনের স্ত্রী। তিনি গাজীপুরে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফরিদুজ্জামান জানান, সান্তনা রানীসহ তিন নারী সকালে কারখানায় যাওয়ার পথে ভবানীপুর এলাকা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সান্তনা রানী ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় শারতি রানী ও মায়া রানী নামে আরো দুই নারী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছে। 

তিনি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারী স্থানীয় একটি পোশক কারখানায় চাকরি করত বলে জানা গেছে। এ ঘটনায় চালক প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর