৪ জুলাই, ২০২০ ১৯:৫৫

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৫।

শনিবার ভোররাতে উপজেলার হাতিয়ারঘোনা এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা হলেন, উখিয়ার ২ নম্বর শরণার্থী শিবিরের ব্লক-ডি ৫ এর বাসিন্দা মৃত জলিলের ছেলে নুরুল আমিন (২৮)।

বিকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, উপজেলার হাতিয়ারঘোনা মেরিন ড্রাইভ সংলগ্ন ২ বিজিবি রাস্তার মাথায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে ধৃত ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। 

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রির কথা স্বীকার করে।

উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর