৪ জুলাই, ২০২০ ২১:৪২

মুন্সীগঞ্জে ধরা পড়েছে ভয়ংকর বিষধর 'রাসেল ভাইপার' সাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ধরা পড়েছে ভয়ংকর বিষধর 'রাসেল ভাইপার' সাপ

মুন্সীগঞ্জের চরাঞ্চলের বাংলাবাজারের সর্দারকান্দিতে একটি বিষধর রাসেল ভাইপার সাপ আটক করেছে মাছ ধরার জেলে আবুল হোসেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার সর্দারকান্দি গ্রামের জেলে আবুল হোসেন প্রতিবছর বর্ষা মৌসুমে বাড়ির পাশে পদ্মার শাখা নদীতে চাই দিয়ে মাছ ধরেন। গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে মাছ ধরার লক্ষে  নদীতে চাই পেতে রাখেন আবুল।  আজ শনিবার ভোরে মাছের চাই থেকে মাছ তুলতে গিয়ে চাইয়ের ভেতর বিষধর এই সাপটি দেখতে পান।

সাপটি দেখে ভয় পেয়ে তিনি স্থানীদের ডেকে এনে সাপসহ চাই বাড়িতে নিয়ে আসেন। বিষাক্ত দুর্লভ প্রজাতির সাপ আটকের খবরে সাপটিকে এক নজর দেখতে গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসে জেলে আবুল হোসেনের বাড়িতে ভিড় করে। 

স্থানীয় বাসিন্দা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন সাপটিকে দেখে রাসেল ভাইপার হিসেবে শনাক্ত করেন। তবে সঠিক ভাবে চিহ্নিত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর