নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে চার হাজার কেজি পলিথিন ব্যাগ ও কাঁচামাল উদ্ধার করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকার আসলাম রেজার ছেলে তারিক ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রমিজ আলম।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান ও সহকারী কমিশনার রমিজ আলম এই অভিযান পরিচালনা করেন।
এতে চাঁদনগর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি থেকে চার হাজার কেজি অনুমোদনহীন পলিথিন ব্যাগ, উৎপাদন কাঁচামাল জব্দ করা হয়। র্যাব কর্মকর্তা ইমরান খান জানান, দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানে পলিথিন উৎপাদন করে বাজারজাত করে আসা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অনুমোদনহীন এই পলিথিন কারখানার সন্ধ্যান পেয়ে অভিযান পরিচালনা করি আমরা। তিনি জানান, জরিমানার টাকা তাৎক্ষনিক ভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠান মালিক।
বিডি প্রতিদিন/আল আমীন