কুড়িগ্রামের কাঁঠালবাড়ির আগমনী বাজার এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির শামসুল ইসলাম (৫০) উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কাঠাঁলবাড়ির আগমনী বাজার এলাকায় বুধবার দুপুরে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের সাথে ঢাকা থেকে কুড়িগ্রামমুখী আহসান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৮ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত শামসুলকে তার সাথে থাকা লোকজন দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এছাড়াও বাকি ৭ জনের মধ্যে গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। অপর আহত যাত্রীরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এজে