বরগুনা সদর উপজেলার ২৪৬ জন নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক- কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহম্মদ নূর হোসেন সচল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন, একাডেমী সুপার ভাইজার এস.এম. সোহেল, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস প্রমুখ।
সদর উপজেলার ২৪৬ জন শিক্ষক এবং ২০ জন কর্মচারীর মধ্য ১২ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/ আবু জাফর