নাটোরের নলডাঙ্গায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার।
এসময় উপস্থিত ছিলেন বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সেলিম সবুর মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার বক্তব্যে বলেন, মাদক সন্ত্রাস চাঁদাবাজি করলে কেউ ছাড় পাবে না। তাদের আইনে আওয়াতায় আনা হবে। সাধারণ জনগণ যাতে পুলিশের কাছ থেকে আইনি সেবা পায় সে জন্যই প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় খোলা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার