১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০৭

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বসুন্ধরা গ্রুপের

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বসুন্ধরা গ্রুপের

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

শুক্রবারও সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাগরদীঘি এলাকায় আড়াইশত পরিবার ও সাটুরিয়া  উপজেলার ধানকোড়া ইউনিয়নের আড়াইশত পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি ব্যাগে রয়েছে চাল, ডাল, চিনি ও তেলসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টার সময় সাগরদীঘি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুর রহমান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার। 

এরপর সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আড়াইশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। 

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরা, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মানিকগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে হাজার হাজার অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর