টাঙ্গাইলের মধুপুরের আদিবাসীদের ভূমি হতে ভূমিদস্যুদের দখল মুক্তকরার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালের উপজেলার পচিশ মাইল বাজারের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও এলাকার আদিবাসী ছাত্রজনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মধুপুরের কুড়াগাছা ই্উনিয়ননের পিরোজপুর বাজারের গারো সম্পদায়ের বিশ্বনাথ গারোর ৩.৮১ একর বেদখলকৃত জমি দখলমুক্ত করার দাবিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক হেরিট সাংমা, সাংগঠনিক সম্পাদক প্রবীন চিসিম, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সাবেক সহসভাপতি শ্যামল মানখিন, গারো স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিয়াং রিছিল ও বিশ্বনাথ চাম্বু গং এর নাতনী প্রভাতী চাম্বু গং প্রমুখ।
মানববন্ধনে মধুপুর গড় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার আদিবাসীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা ভূমিদস্যুদের হাত থেকে আদিবাসীদের ভূমি রক্ষায় প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার