রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ শেখ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের ওয়াপদা মোড়ে একটি দোকানে কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সবুজ শেখ ঝিনাইদহ জেলার রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত সবুজ ২২দিন ধরে ঐ দোকানে কাজ করছিলেন। শনিবার বিকাল চারটার দিকে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, সবুজ শেখ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে আনার সাথে সাথেই মৃত্যুবরণ করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ