২৮ অক্টোবর, ২০২০ ২০:৪১

বোয়ালমারীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে পোল্ট্রি মুরগির খামারে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরও এক বৃদ্ধা আহত হয়েছেন।

মৃত নারীর নাম মনজু আরা (৫০)। তিনি উপজেলার পাঁচ ময়না গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম তারা মিয়ার স্ত্রী।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শেয়াল ও বনবিড়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে মুরগির খামারের চারপাশে বিদ্যুতের ফাঁদ পাতা হয়। কিন্তু ভুলক্রমে দিনের বেলায় শেয়াল মারার ফাঁদে বিদ্যুতের লাইন চালু ছিল। বুধবার দুপুরে হাবিবা (৪) নামে এক শিশু ওই বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তার দাদি জাহেদা বেগম (৬৫) উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন।

এ সময় ওই দুইজনকে বাঁচাতে গিয়ে মনজু আরা নামে আরেকজন বিদ্যুতায়িত হয়। পরিবারের লোকজন আহত তিনজনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজু আরাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, লাশ থানায় আনা হয়েছে। মৃত নারীর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর