ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ মো. মুন্নার পক্ষে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সকাল ১০টার দিকে উপজেলার ৯ নম্বর শাহজাদাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া নুরনবী জামে মসজিদসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ মো. মুন্না।
ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহর লাল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা মনসুরুল চৌধুরী, স্কুলশিক্ষক শেক হামিদুল ইসলাম ও সমাজসেবক কালা মিয়া।
আরও বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউনুছ খাঁন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সফু মিয়া, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ জিতু, টিটন দাস, স্বপন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই