সড়ক পরিবহন আইন-২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন এই সম্মেলনের আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি মহিম তালুকদার এতে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকেই পরিবহন সেক্টরের একটি অশুভ শক্তির বাধার কারণে আইনটি হোঁচট খাচ্ছে। যে কারণে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। আমরা সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্তবায়ন চাই।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুক মিয়া, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল হক ও কর্ণবাবু দাস প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই