লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সড়কে পিকআপ ভ্যান থেকে পড়ে ছাহেব আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার কাকিনা-রংপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাহেব আলী উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সীমান্তের চাপারহাট থেকে গরুবাহী একটি পিকআপ ভ্যানে করে রংপুরের দিকে যাচ্ছিলেন ছাহেব আলী। কাকিনা-রংপুর সড়কের রোড বেড়িয়ার গেটে তার মাথা আটকে গিয়ে পড়ে যান তিনি। পরে তাকে আহত অবস্থায় ওই পিকআপ ভ্যানে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ