কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। মাদক দ্রব্যসহ আটক দুই যুবক হলেন ছাত্রলীগ নেতা এজাজ মাহমুদ অনিক (২৪) ও তার বন্ধু আমির হোসেন অভি (২৪)।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকা থেকে তাদের ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এজাজ মাহমুদ অনিক কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গোলাম ছিদ্দিকের। আমির হোসেন অভি শহরতলীর যুগিয়া এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বর্ডার গার্ড ৪৭ ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুন্ডি বিওপির সদস্যরা মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকা অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৬ বোতল ফেনসিডিলসহ এজাজ মাহমুদ অনিক ও তার বন্ধু আমির হোসেন অভিকে আটক করে বিজিবি।
পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ রবিবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
বিডি প্রতিদিন/আবু জাফর