‘সমবায় শক্তি, সমবায় মুক্তি, বঙ্গবন্ধু দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা হলরুমে শনিবার দুপুরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আতোয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ