শিরোনাম
৩ ডিসেম্বর, ২০২০ ১৯:২১

বগুড়ায় বাসে তল্লাশি করে ফেন্সিডিলসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বাসে তল্লাশি করে ফেন্সিডিলসহ আটক দুই

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

বুধবার বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাঁড়ই বাসস্ট্যান্ডস্থ একটি খাবার হোটেলের সামনে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের শেরপুর থানায় হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযানে আটকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের কাওছার আলীর ছেলে মোহাম্মদ নাসির (৩৬) ও জয়পুরহাট জেলার সদর উপজেলার দোণ্ডপানি গ্রামের মাবুদ মিয়ার ছেলে মফিজুল ইসলাম (২৮)। 
মামলার বাদি বগুড়ার মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক মো. জাকির হোসেন জানান, নওগাঁ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাস উক্ত পৌঁছলে বাসটিতে তল্লাশি চালানো হয়। এসময় উক্ত পরিমান ফেন্সিডিলসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দেয়া হয়। এদিকে আটক ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর