হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শয়নকক্ষ থেকে আব্দুল মোতালিব সরদার নামে একশ’ বছর বয়সী এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার
চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) সম্রাট জানিয়েছেন, আনোয়ার হোসেন তার দুই ছেলে ও তাদের পরিবারের সঙ্গে থাকতেন। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে আক্রান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার তার ৭ বছর বয়সী নাতনি শয়নকক্ষে গিয়ে দাদার গলাকাটা মরদেহটি দেখতে পায়।
তিনি আরও জানান, মরদেহের গলা প্রায় ৪ ইঞ্চি কাটা ছিল। ময়নাতদন্তের জন্য আজ হবিগঞ্জ আড়াইশ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ শয়ন কক্ষ থেকে একটি রক্তমাখা দা জব্দ করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন