নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছেলে শিশুটির মৃতদেহ নাভি কাটা এবং পুরানো কাপড়ে মোড়ানো ছিলো।
ফতুল্লা মডেল থানার এস আই আরিফ পাঠান জানান, দুপুর বারোটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল শিয়াচর তক্কারমাঠ স্থানীয় ইউপি সদস্য মন্টু মেম্বারের বাড়ির সামনের রাস্তা থেকে নাভি কাটা পুরানো কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্বার করা হয়। পরবর্তীতে সুরতহালের জন্য নবজাতকের মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন