ভালুকায় পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ ৩ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপরে উপজেলার মল্লিবাড়ি ইউনিয়নের নয়নপুর পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় মোর্শেদা বেগম ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন মোর্শেদা বেগমের ফসলি ক্ষেত একটি ছাগল নষ্ট করে ফেললে তার ছেলে হিমেল মিয়া ওই ছাগলটিকে তাড়িয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে ওই এলাকার মৃত ফালান মিয়ার ছেলে ফারুক মিয়া ও নূর ইসলাম, ফরুক মিয়া ছেলে শুপ্ত ও স্ত্রী শিল্পী আক্তার সংঘবদ্ধভাবে পূর্ব শত্রুতার জেরে মোর্শেদা বেগমের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তাদের হামলায় হিমেল মিয়া ও তার স্ত্রী শিউলি বেগম এবং তার ফুফু রোকিয়া বেগম ও প্রতিবেশি নূর জাহান আহত হয়। এ সময় মোর্শেদা বেগমের ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।
ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন