মাগুরা প্রেসক্লাবে আজ দুপুরে সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি’র সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি’র ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব কিশোর।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেনসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিনিধি/আবু জাফর