১২ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫৪

বগুড়ায় ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার

প্রতীকী ছবি

বগুড়ায় ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের ঘটনা ঘটেছে। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) জেলার আদমদীঘি উপজেলায় ঘটে। এ ঘটনার সাথে জড়িত লম্পট আনিছুর খান (৩৯) পলাতক রয়েছেন। বর্তমানে ওই কিশোর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোর আদমদীঘি স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়াশোনা করে। গত বুধবার বিকেলে সে প্রাইভেট পড়তে যায়। কিন্তু প্রাইভেট পড়া না হওয়ায় আব্দুল করিমের শ্যালক ছায়ের আলী খানের ছেলে দুই সন্তানের জনক আনিছুর রহমান খান ওই কিশোরকে কৌশলে করিমের চাতালের পাশে নিয়ে যায়। চাতালের পাশে কলাবাগানে নিয়ে তাকে বলাৎকার করে। পরে সে অসুস্থ হলে তার পরিবার প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। 
 
শুক্রবার দুপুরে ওই কিশোরের মা ও বাবা জানান, শিশুটির লজ্জাস্থানসহ গলায় প্রচন্ড ব্যাথা অনুভব করছে। ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও মামলা দায়ের করা হয়নি।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে লম্পট আনিছুর রহমান পালিয়ে যায়। তার বিরুদ্ধে নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে গ্রামবাসি সূত্রে জানা গেছে।

বগুড়ার আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমাস হোসেন জানান, এখন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর