নড়াইলে রবিবার সন্ধ্যায় লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে (কুরিরডোব মাঠে) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে হাজারো মানুষ ভিড় জমায়।
রবিবার সন্ধ্যা ৬টায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল পৌরসভার নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা, একুশ উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, একুশ উদযাপন পর্ষদের সদস্য সচিব নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার, কোষাধ্যক্ষ শামীমূল ইসলাম টুলু, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটুসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া দিনটি পালন উপলক্ষে আলোচনা সভা, গণসঙ্গীত, আবৃতি, নান্দনিক পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার