২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১৭

ভোট কেন্দ্রে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু!

নোয়াখালী প্রতিনিধি:

ভোট কেন্দ্রে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু!

নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচনে ভোট কেন্দ্রে হার্ট অ্যাটাক করে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার সকালের দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লুদুয়া কলাবড়িয়া ভোট কেন্দ্রে ওই বৃদ্ধ ভোট দিতে গেলে এ ঘটনা ঘটে। নিহত মো. খোরশেদ আলম (৬৫), একই এলাকার লুদুয়া দক্ষিণ পাড়া এলাকার জুলফিকার সাহেবের বাড়ির আবদুল কাদেরের ছেলে। 

জানা যায়, সম্প্রতি ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসদুর রহমান প্রকাশ মুছা মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। রবিবার ওই উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালের দিকে ওই বৃদ্ধা ভোট কেন্দ্রের বুথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। 

উল্লেখ, ওই নির্বাচনে ৫ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৮১৩ জন। নির্বাচনের শান্তিশৃঙ্খলা রক্ষায় একজন নিবার্হী ম্যাজিস্ট্রেট, ২৩ জন পুলিশ, ১৬ জন র‌্যাব, ২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোরশেদ আলম ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রের বুথে হার্ট অ্যাটাক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে ভোট কেন্দ্রের বুথে তার মৃত্যু হয়।   


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর