চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়ায় যমুনা পাল নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত যমুনা পাল একই এলাকার মৃত মেপালের মেয়ে।
বুধবার দিবাগত রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে যমুনা পাল নিজ ঘরে শুয়ে ছিলেন। কিন্তু রাতের কোন এক সময় কে বা কারা তাকে জবাই করে হত্যা করে।
সকালে তার ঘরের দরজা খোলা ছিল এবং খাটের ওপর রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখা যায়।
পরে খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ রাখা ঘরটি পুলিশ ঘিরে রেখেছে।
লাশ উদ্ধারসহ ঘটনাস্থল পরিদর্শনের জন্য ঘটনাস্থলে সিআইডি দলকে তলব করা হয়েছে।
প্রায় ২০ বছর আগে স্বামী সুকুমার যমুনাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি ছেলের স্ত্রী এবং ছেলের এক শিশুপুত্রকে নিয়ে শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়া মহল্লার লুলুর বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত যমুনার একমাত্র ছেলে রাজশাহীতে একটি স্বর্ণকারের দোকানে কাজ করায় তিনি সেখানে থাকেন।
বিডি প্রতিদিন/কালাম