৪ মার্চ, ২০২১ ১৬:৪৬

শরীয়তপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

শরীয়তপুরে মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান শ্লোগানে-‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স ম জাহাঙ্গীর আখতার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়।

বক্তব্য রাখেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদিপ ঘরাই, শরীয়তপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ। সেমিনারে বক্তারা দক্ষ হয়ে বিদেশে যাওয়ার সুফল তুলে ধরেন। অবৈধ ও অদক্ষ শ্রমিক হয়ে বিদেশে না যেতে পরামর্শ দেন বক্তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর