আনন্দঘন পরিবেশ ও আড্ডার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ। সোমবার সকালে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে কেক কাটা হয় নগরীর মাস্টার সেফ রেস্টুুরেন্টে। এ সময় অতিথিরা দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিকটির আরও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাবি উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, রাবি প্রক্টোর অধ্যাপক লুৎফর রহমান, রাবি শিক্ষক অধ্যাপক হাছানাত আলী, অধ্যাপক মিজানুর রহমান, সাজ্জাদ বকুল, রাজশাহী কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, উত্তরা প্রতিদিনের সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ বাবলু, বিএফইউজের সাবেক সহসভাপতি মামুন-অর-রশিদ, ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিব খান, ছাত্রনেতা তামিম সিরাজি, ছাত্রলীগ নেতা রুবেল, রুমন, হাবিবুর রহমান বাবু, কবি শামীম হোসেন ছাড়া বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিদের স্বাগত জানান রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুর।
বিডি প্রতিদিন/আল আমীন