ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় ১০১ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের উদযাপন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম রেজা লিপন, বোয়ালমারী ওসি মোহাম্মদ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মমিন খান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ