১৮ এপ্রিল, ২০২১ ০৩:৫২

বাগেরহাটে ফ্যাক্টরিতে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ফ্যাক্টরিতে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাগেরহাট পৌরসভার পিঁয়াজ পট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড় ১০টার দিকে পিঁয়াজপট্টি গলির বাসিন্দা রমেশ সাহার বিস্কুটের ফ্যাক্টরি সুমন বেকারিতে লাগা এ অগ্নিকাণ্ড আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

আগুনে এই বিস্কুট ফেক্টরিটি পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বাগেরহাট ফায়ার সার্ভিস।
 
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, রাত সাড়ে ১০টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ১ টার দিকে আগুন নিভানো সম্ভব হয়েছে। বিস্কুট ফেক্টরির ভিতরে থাকা রান্না ঘরের কাঠ থেকে আগুনের সূত্রপাত। ফ্যাক্টরিটির আশপাশে পানির সহজ কোনো উৎস না থাকায় আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর