১৮ এপ্রিল, ২০২১ ২০:০৪

বান্দরবানে ৪ কোটি টাকার আফিম উদ্ধার, আটক ১

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ৪ কোটি টাকার আফিম উদ্ধার, আটক ১

পার্বত্য জেলা বান্দরবানে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ৪ কেজি আফিম উদ্ধার করেছে। এ সময় একজনকে আটক করা হয়। রবিবার দুপুর আড়াইটায় তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মউসিং ত্রিপুরা (৩৭)।

র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পার্বত্য জেলার থানচি থানাধীন ৩ নম্বর থানচি সদর ইউপিস্থ জিরো পয়েন্ট তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। বান্দরবান সেনা রিজিয়ন ও র‌্যাব-৭, চট্টগ্রাম যৌথ অভিযান পরিচালনা করে।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মউসিং ত্রিপুরাকে আটক করা হয়। তাকে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে লুকানো অবস্থায় ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। আটক মউসিং ত্রিপুরা  দীর্ঘদিন যাবৎ দুর্গম পাহাড়ি অঞ্চলে আফিম উৎপাদনসহ প্রক্রিয়াজাত করে পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৫ লাখ টাকা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর