হবিগঞ্জে বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও করোনাভাইরাস সচেতনায় মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও আলু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে অন্যান্য বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন সুমন, শাহীন, সঞ্জয় কুমার রায়, আব্দুর রউফ, বছির আহমেদ, কাউছার, সাদিকুর রহমান সাদির প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন