মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৩ মে (বৃহস্পতিবার) থেকে ১৫ মে (শনিবার) পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ থাকবে বন্দরের পানামা পোটের লোড-আনলোডের কার্যক্রম। তবে আগামী ১৬ই মে (রবিবার) সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন