বগুড়ার শেরপুরে বাঙালি নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহত ওই বৃদ্ধার লাশ বাঙালী নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় এলাকাবাসী। পরে থানায় সংবাদ দেয়া হলে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বৃদ্ধার বয়স অনুমান সত্তর বছর। পরনে শাড়ী ও হাতে চুরি রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন