ঝিনাইদহে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকালে কালীগঞ্জ উপজেলার শহরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি হেলায় গ্রামে ফিরছিল জিহাদ হোসেন নামের এক যুবক।
পথিমধ্যে শহরের হাসপাতাল সড়কে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার