কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, স্বর্ণের বার ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
আজ বুধবার সকালে কক্সবাজার র্যাব-১৫’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় নুরুল আলম (৪৫) নামে এক মাদক কারবারিকে একটি ব্যাগসহ আটক করা হয়। ব্যাগ থেকে ৩২ হাজার পিস ইয়াবা, ৫৭ ভরি ওজনের ৪টি স্বর্ণের বার ও নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫’এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর জব্দকৃত ইয়াবা, স্বর্ণের বার ও নগদ টাকাসহ আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।