১৭ জুন, ২০২১ ১৮:৫৪

হারিয়ে যাওয়া শিশুকে বাবার কাছে ফিরিয়ে দিল পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

হারিয়ে যাওয়া শিশুকে বাবার কাছে ফিরিয়ে দিল পুলিশ

১০ বছরের হারিযে যাওয়া শিশু তানভীরকে উদ্ধার করে বাবার কাছে ফিরিয়ে দিয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ। 

বুধবার সকালে শিশুটির বাবা আব্দুল মান্নানের কাছে ফিরিয়ে দেয়া হয়। উদ্ধার হওয়া শিশুটির বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার তেলিআবদা গ্রামে। 

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, শিশু তানভীর গত ১২ জুন বাবার সাথে চট্টগ্রাম যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে হারিয়ে যায়। পরে ১৫ জুন তারিখে শিশুটিকে মুকসুদপুর থানার বাহাড়া গ্রামে স্থানীয় লোকজন কাঁদতে দেখে মুকসুদপুর থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে থানার এসআই গোলাম কিবরিয়া শিশু তানভীরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটির সাথে কথা বলে এবং বিভিন্ন মাধ্যমে শিশুটির ঠিকানায় যোগাযোগ করে অবশেষে তার বাবার সাথে মোবাইলে কথা বলে তার হারিয়ে যাওয়া শিশু তানভীরকে খুঁজে পাওয়ার বিষয়ে জানানো হয়। পরবর্তীতে হারানো সন্তানের জন্য পাগল প্রায় বাবা ১৬ জুন সকালে মুকসুদপুর থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়ে সন্তানকে নিয়ে যায়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর