চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জীবনীসহ ভাস্কর্যের ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে এ ভাস্কর্যের ফলক উন্মোচন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, নেজারত ডেপুটি ক্যালেক্টর (এনডিসি) চন্দন করসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এমআই