নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরে বাঁশের ঝাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিতাব আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। কিতাব আলী স্থানীয় মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে বাঁশের ঝাড়ের সাথে গরু বেঁধে ঘাস কাটতে যান কিতাব আলী। বিকালে ঘাস কাটা শেষে বেঁধে রাখা গরুর বাঁধন খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় তার চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
মৃতের স্বজন ও স্থানীয়রা ধারণা করছেন, বাঁশ ঝাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটির মেইন তারের সাথে সবুজ কাঁচা বাঁশ লেগেছিলো। এ কারণে বাঁশটি হয়তো বিদ্যুৎতায়িত হয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার (ওসি) শাহ্ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত