মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার তিন শতাধিক আনসার সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামিমের নির্দেশনায় জেলা কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে অসচ্ছল আনসার ও ভিডিপি পবিারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ, জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম, সদর উপজেলার প্রশিক্ষক প্রবীর কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ৭০ দিন মেয়াদী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ও ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ। প্রশিক্ষণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শতাধিক সদস্য এতে অংশ নেয়।
বিডি প্রতিদিন/আল আমীন