১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২৬

টঙ্গীতে বাড়ছে ছিনতাই!

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে বাড়ছে ছিনতাই!

গাজীপুরের শিল্প জোন টঙ্গীতে হঠাৎ ছিনতাই বেড়েছে। প্রতি রাতেই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে করে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই বাড়তে থাকে ছিনতাইকারীদের অপতৎপরতা। ছিনতাইয়ের কবলে পড়ে কেউ টাকা ও মোবাইল ফোন হারাচ্ছেন। আবার অনেকের প্রাণও কেড়ে নিচ্ছে। পুলিশি ঝামেলার কারণে অনেকেই থানায় যাচ্ছেন না। এভাবে চলতে থাকলে ছিনতাইয়ের নগরী হিসেবে পরিণত হবে বলে মন্তব্য করলেন সচেতন মহল।

সরেজমিন ঘুরে জানা যায়, শিল্প জোন টঙ্গীর বিভিন্ন এলাকায় হঠাৎ ছিনতাই বেড়েছে। ছিনতাই রোধে পুলিশি কার্যক্রম ঝিমিয়ে পড়ায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাধীন এলাকায় দিন দিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এর মধ্যে ন্যাশনাল টিউবস রোড, মেঘনা রোড, হকের মোড়, পিনাকী রোড, আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে রেল গেইট নতুন বাজার, মধুমিতা রেল গেইট, মিরেশ পাড়া নদী বন্দর, টঙ্গী ব্রিজের নিচে, মুদাফা প্রত্যাশা রোড, সাতাইশ, খরতৈল ব্যাংক পাড়া, এরশাদ নগর, বনমালা রেল গেইট, বিভিন্ন কারখানার মোড়, সফিউদ্দিন রোডসহ ২০-২৫ স্পটে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

ভুক্তভোগীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নাছিরাবাদ থেকে আবুল খায়ের গ্রুপের মাল নিয়ে টঙ্গীতে আসেন দুই ট্রাক ড্রাইভার। পরে আবুল খায়ের গ্রুপের ওয়্যার হাউজের পাশে টঙ্গী ন্যাশনাল টিউবস রোডে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন তারা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজুসহ একদল ছিনতাইকারী অবস্থানরত ওই গাড়িতে উঠে ড্রাইভার মহিনকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় অন্য গাড়ির ড্রাইভার লিটন কি হইছে বিষয়টি জানতে চাইলে তাকেও মারধর করে মোবাইল ফোন ও সাথে থাকা সাড়ে বার হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনা পুলিশকে জানালে গুলি করে মেরে ফেলার হুমকি দেন ছিনতাইকারীরা। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বর্তমানে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে ছিনতাই রোধে পশ্চিম থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর