ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রাম থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গোলাম আহাদ মুন্সী পান্নু (৪৭) কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ২টার দিকে চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম ওভার ব্রিজের নিচ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় সোমবার (১১ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। দুপুরে তাকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল বশার মোল্লা জানান, গোলাম আহাদ মুন্সী পান্নু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ভাঙ্গা থানায় এর আগে আরও ৩টি মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ