চাঁপাইনবাবগঞ্জ সদরে ট্রাকচাপায় মারুফ নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। নিহত মারুফ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মহল্লার দেলোয়ার ড্রাইভারের ছেলে। সে ট্রাকের মেকার বলে জানা যায়। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সোমবার সকালে একটি ট্রাক মেরামতের কাজ করছিল শিশু শ্রমিক মারুফ। এসময় অন্য একটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দিলে মেরামত করা ট্রাকটি চলতে শুরু করে এবং মারুফকে সামনের একটি ওয়ালের সাথে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ