বঙ্গবন্ধুর গণমুখী ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, সমবায় মডেল গ্রামের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অন্তত ১৭টি খাতে সেবা পাবে গ্রামবাসী। সোমবার দুপুরে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁওয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. আল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সারা দেশে ১০টি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হয়েছে, যার মধ্যে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও একটি।
বিডি প্রতিদিন/এমআই