দিনাজপুরের হিলি সীমান্তে দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। হিলি চেকপোস্ট গেটের শূন্য রেখায় আজ সোমবার দুপুরে দুই বাহিনীর মাঝে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় ২০ বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট গেইটের নায়েক সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের বালুপাড়া ক্যাম্পের চেকপোস্ট কমান্ডার বিজয় সিংহের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় বিজিবি আইসিপি চেকপোস্ট গেইটের নায়েক সুবেদার ইয়াসিন আলী জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সদৃঢ় হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির